Offbeat News: 'বডি বিল্ডিংয়ে সাহায্য করে জিঙ্ক', যুবকের অন্ত্রে মিলল ৩৯টি কয়েন ও ৩৭টি ম্যাগনেট !
<p><strong>নয়াদিল্লি :</strong> 'চক্ষু চড়কগাছ' হওয়ার অবস্থা। শরীর গঠনে সাহায্য করে জিঙ্ক। এই ধারণা থেকে ৩৯টি কয়েন ও ৩৭টি ম্যাগনেট খেয়ে নিয়েছিলেন এক রোগী। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা সেই রোগীর অন্ত্রে অস্ত্রোপচার করে বের করলেন কয়েন ও ম্যাগনেটগুলি। যদিও জানা গিয়েছে, ওই রোগীর মানসিক অসুস্থতা রয়েছে।</p> <p>বছর ২৬-এর ওই রোগী স্যার গঙ্গারাম হাসাপাতালে এসে জানান, ২০ দিনের বেশি সময় ধরে তাঁর বারবার বমি হচ্ছে এবং তলপেটের যন্ত্রণায় ভুগছেন। এমার্জেন্সি ওয়ার্ডে আসেন তিনি। এমনকী ওই রোগী কিছু খেতেও পাচ্ছিলেন না। প্রথমে OPD-তে সিনিয়র কনসালট্যান্ট তরুণ মিত্তাল তাঁকে দেখেন। সেই সময় রোগীর আত্মীয়রা জানান, গত কয়েক সপ্তাহ ধরে কয়েন ও ম্যাগনেট খাচ্ছিলেন ওই যুবক। এছাড়া সাইকিয়াট্রিক অসুস্থতার চিকিৎসাও চলছিল তাঁর।</p> <p>রোগীর তলপেটের এক্স-রে রিপোর্ট ছিল আত্মীয়দের কাছে। যাতে দেখা যায়, কয়েন ও ম্যাগনেটের আকার কিছু রয়েছে। এরপর তলপেটের CT স্ক্যানে ধরা পড়ে, প্রচুর সংখ্যক কয়েন ও ম্যাগনেট রয়েছে। যার জেরে অন্ত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে ওই রোগীকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। সার্জারির সময় দেখা যায়, ম্যাগনেট ও কয়েনগুলি ক্ষুদ্রান্তে রয়েছে। অন্ত্র খুলে সেখান থেকে কয়েন ও ম্যাগনেট বের করা হয়। এরপর তাঁর পাকস্থলিও দেখা হয়। সেখানেও মেলে কয়েন ও ম্যাগনেট। সেখান থেকেও এগুলি বের করা হয়।</p>
from india https://ift.tt/AyvNzkn
from india https://ift.tt/AyvNzkn
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন