Brij Bhushan Sharan Singh: সাংসদ পদ না গেলেও, ফের টিকিট মিলল না, যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণের ছেলে এবার BJP প্রার্থী
<p><strong>নয়াদিল্লি:</strong> যৌননিগ্রহের অভিযোগ ওঠার পরও সাংসদ পদ যায়নি। ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংহকে নিয়ে লাগাতার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল কেন্দ্রকে। লোকসভা নির্বাচনে তাঁকে নাও করা হতে পারে বলে জল্পনা চলছিল। সেই জল্পনা সত্যি করে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রার্থিতালিকা থেকে ব্রিজভূষণকে বাদ দিলেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। ব্রিজভূষণের পরিবর্তে উত্তরপ্রদেশের কৈসরগঞ্জ আসনে তাঁর ছেলে কর্ণভূষণ সিংহকে প্রার্থী করা হয়েছে। (Brij Bhushan Sharan Singh)</p> <p>বৃহস্পতিবার কৈসরগঞ্জের প্রার্থী হিসেবে কর্ণের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি, রায়বরেলীতে প্রতাপ সিংহকে প্রার্থী ঘোষণা করা হয়। মোট ছ'বারের সাংসদ ব্রিজভূষণ, শুধুমাত্র কৈসরগঞ্জ আসন থেকেই তিন-তিন বার সাংসদ নির্বাচিত হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওই আসেন ২ লক্ষের বেশি ব্যবধানে জয়ী হন তিনি। এবার তাঁর কনিষ্ঠপুত্র কর্ণকে টিকিট দিল বিজেপি। (Lok Sabha Elections 2024)</p> <p>উত্তরপ্রদেশের প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ব্রিজভূষণ। কিন্তু কয়েক মাস ধাক্কা খায় তাঁর রাজনৈতিক প্রভাব এবং প্রতিপত্তি। ভারতীয় কুস্তি সংস্থার প্রধান হিসেবে কিশোরী কুস্তিগীরদের যৌন নিগ্রহের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বজরং পুনিয়া, বিনেশ ফোগাত, সাক্ষী মালিকের মতো দেশের শীর্ষস্তরের কুস্তিগীররা ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে নামেন। ব্রিজভূষণের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসে। </p> <p><strong>আরও পড়ুন: <a title="Mamata Banerjee: 'লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছেন, বাংলায় টাকা দেবেন না', আক্রমণ মমতার" href="https://ift.tt/YlGRCyv" target="_self">Mamata Banerjee: 'লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছেন, বাংলায় টাকা দেবেন না', আক্রমণ মমতার</a></strong></p> <p>তার পরও যদিও সাংসদ হিসেবে অধিষ্ঠিত থেকেছেন ব্রিজভূষণ। এত গুরুতর অভিযোগ সত্ত্বেও কেন ব্রিজভূষণের সাংসদপদ বাতিল হচ্ছে না, সেই সময়ই একজোটে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। দীর্ঘ টালবাহানার পর ব্রিজভূষণকে কুস্তি সংস্থার মাথা থেকে সরানো হলেও, সাংসদ বাতিল নিয়ে এতদিন কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্র।</p> <p>বিজেপি সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশে ব্রিজভূষণের প্রভাব এবং প্রতিপত্তির কথা অজানা নয় বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের। তাই ব্রিজভূষণের সাংসদ পদ বাতিল করার পরিবর্তে তাঁর বিকল্প খোঁজার চেষ্টা চলছিল। অনেক ভাবনাচিন্তার পর ব্রিজভূষণের জায়গায় তাঁর ছেলেকেই কৈসরগঞ্জে প্রার্থী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না বলে মনে করছে বিজেপি-র কর্মী-সমর্থকেরা। </p> <p>যদিও শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিজভূষণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেনবলে খবর। ব্রিজভূষণের বড় ছেলে প্রতীকভূষণ সিংহ বিধায়ক। এই মুহূর্তে উত্তরপ্রদেশ কুস্তি সংস্থার মাথায়ও রয়েছেন প্রতীক। আগামী ২০ মে, পঞ্চম দফায় নির্বাচন কৈসরগঞ্জে। ৩ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তার ঠিক আগে ব্রিজভূষণের ছেলেকে প্রার্থী করা হল। দিল্লির আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঝুলছে এই মুহূর্তে। তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন।</p>
from india https://ift.tt/zGQZg7H
from india https://ift.tt/zGQZg7H
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন